Admission Notice for 2nd Phase (2021-22)
Admission Notice for New Semester-I (Session-2021-22)
সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে, কোটশিলা মহাবিদ্যালয়ের দ্বিতীয় দফার আবেদনপত্র গ্রহণের জন্য আগামী 01/10/2021 থেকে 05/10/2021 তারিখ পর্যন্ত ONLINE PORTAL খোলা থাকবে।
👉 আগামী 01/10/2021 থেকে 05/10/2021 তারিখ পর্যন্ত নতুন ভর্তির জন্য অনলাইন আবেদন করা যাবে। ইচ্ছুক ছাত্র ছাত্রীরা ৫ই অক্টোবরের মধ্যে অবশ্যই আবেদন করবে। এর পর আর কোনও ভাবেই নতুন করে ভর্তির আবেদন করা যাবে না।
👉 নতুন আবেদনকারীদের মেধাতালিকা 06/10/2021 তারিখে প্রকাশিত হবে।
👉 যে সমস্ত ছাত্র ছাত্রীরা ১লা অক্টোবর থেকে ৫ই অক্টোবরের মধ্যে আবেদন করবে তাদের আগামী 6/10/2021 থেকে 08/10/2021 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে মেধা তালিকা অনুযায়ী ভর্তি হতে পারবে।
সরকারি নির্দেশ অনুযায়ী ৮ই অক্টোবরের পর কোনও ভাবেই ভর্তি হওয়া যাবে না।
অধ্যক্ষ
কোটশিলা মহাবিদ্যালয়